পোস্টগুলি

রাজা ও রাজকন্যা গল্প

ছবি
  রাজা ও রাজকন্যা   গল্প                           এক দেশে ছিল এক রাজা ।   তিনি ছিলেন   অনেক ক্ষমতাধর   হয়েও সোমগিরির রাজা হিসেবে ছিলেন ভীষণ দয়ালু । দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালবাসা । প্রজাদের সুখ - দুঃখ আনন্দ - বেদনা নিয়েই তিনি সারাক্ষণ ভাবতেন । ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখি । কোনো কিছুর অভাব ছিল না তাদের । তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন । এত কিছু হলে কী হবে ! এত শক্তি যে রাজার , এত সম্পদে পরিপূর্ণ যারভান্ডার , এত বিশাল আরমহৎ যারমন , সেই মনের গভীর কোণে ছিল এক নিদারুণ বেদনা । দারুণ অসুখি ছিলেন সেই রাজা । সব থেকেও তার যেন কিছুই নেই । তিনি যেন ভীষণ একা । সারাদিন আনমনা হয়ে থাকেন । কারণ রাজার একমাত্র সন্তান , রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ । সে দাঁড়াতেপারে না , বসতে পারে না । কথাও বলতেপারে না । দিন রা...