অত্যাচারী বাদশার গল্প
অত্যাচারী বাদশার গল্প কো নো এক দেশে অত্যাচারী বাদশাহ ছিলেন । বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন । লোকজনের ঘোড়া - গাধা জোর করে কেড়ে নিতেন । বাদশাহ একদিন সৈন্যসামন্ত সঙ্গে নিয়ে শিকার করতে গেলেন । দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটা অভিজাত্য এবং এটা একটা বড় উৎসব । রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেকদূর চলে গেলেন । তাঁর অন্য কোনদিকে খেয়াল নেই । তখন সন্ধা । রাজা টের পেলেন বনের মাথায় ঘন আঁধার নামছে । সঙ্গেকোনো অনুচর নেই । সম্পূর্ণ অপরিচিত স্থান । তিনি কাছাকাছি এক গ্রামেগিয়ে আশ্রয় নিলেন । এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রিযাপন করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন । কিছুক্ষণ পর তিনি দেখলেন , ধনী ব্যক্তিটি তার গাধাকে বেদম প্রহার করছে । গাধা কাতর হয়ে চিৎকার করছে । লোকটি নির্বিকার । সে গাধার একটা পা ভেঙে দিল । রাজা তাই দেখে লোকটিকে বললেন – কী হে , অবল...